দীর্ঘদিন ধরেই মন দেওয়া-নেওয়া চলছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের। কিন্তু প্রেমের বিষয়টি নিয়ে কখনও কোন মন্তব্য করেননি তারা। এই তারকা জুটি তাদের প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দিতে না দিতেই শোনা যাচ্ছে তাদের বিয়ের গুঞ্জন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছিলো, আগামী ডিসেম্বরের শুরুতেই ভারতের রাজস্থানে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।
কিন্তু চমকপ্রদ তথ্য হলো- আগামী ডিসেম্বর নয়, এই সপ্তাহেই নাকি বাজতে যাচ্ছে এই তারকা জুটির বিয়ের সানাই।
ভারতীয় সংবাদমাধ্যম মাশালার প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, আগামী সপ্তাহে মুম্বাইয়ে কোর্ট ম্যারেজ করবেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজস্থানে ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
এ বছরের দিওয়ালি উৎসবের দিন নাকি বাগদানের কাজটি সম্পন্ন করে ফেলেছেন ক্যাটরিনা-ভিকি। যদিও বা প্রেম, বাগদান বা বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কোন ঘোষণা আসেনি এই তারকা জুটির পক্ষ থেকে।