নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন মিম। জাকারিয়া সৌখিনের গল্প ও চিত্রনাট্যে ‘পথে হল দেখা’ নামের চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক রায়হান জুয়েল।
মাস্টার কমিউনিকেশনের প্রযোজনায় নির্মিতব্য এ সিনেমায় শনিবার চুক্তিবদ্ধ হন মিম। রোমান্টিক ঘরানার চলচ্চিত্রটি প্রসঙ্গে মিম বলেন, “সিনেমার গল্পটা আমি পড়েছি; আমার চরিত্রটা খুব ভালো লেগেছে। সিনেমায় প্রার্থনা নামে বিত্তশালী এক পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করছি আমি। পরিবারের নিয়মের বেড়াজাল ভেঙে স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই। সেটা করতে গিয়ে একসময় বাড়ি থেকে পালিয়ে যাই। বাকিটা জানতে সিনেমার দেখার জন্য অপেক্ষা করতে হবে।”
তবে, কার হাত ধরে মিমের বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া তা অর্থাৎ মিমের বিপরীতে কে অভিনয় করছেন তা এখনও চূড়ান্ত করা হয়নি।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। আগামী বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ঢাকা, বান্দরবান, সিলেট, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে শুটিং হবে।
প্রসঙ্গত, নির্মাতা জুয়েল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। নতুন বছরেই মুক্তি পাবে তার নির্মিত প্রথম চলচ্চিত্রটি।