প্রিয়াঙ্কা চোপড়া, অজয় দেবগণ, শাহরুখ খানসহ এখনও পর্যন্ত বলিউড ইন্ডাস্ট্রির বহু তারকাকে পানমশলার বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে। যে তালিকায় ছিলেন মেগাস্টার অমিতাভ বচ্চনও।
কিন্তু পানমশলার বিজ্ঞাপনে কাজ করার কারণে অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে কটাক্ষ করেন। তার মতো একজন ব্যক্তিত্ব কীভাবে এমন সামগ্রীর বিজ্ঞাপন করতে পারেন, তোলা হয়েছিল সেই প্রশ্ন। তামাক বিরোধী সংস্থার পক্ষ থেকে ‘বিগ বি’কে চিঠিও পাঠানো হয়েছিল।
সমালোচনার মুখে পড়ে গত ১১ অক্টোবর নিজের ৭৯তম জন্মদিনে এক বিবৃতি প্রকাশের মাধ্যমে পানমশলার বিজ্ঞাপনের সকল চুক্তি বাতিলের ঘোষণা দেন অমিতাভ বচ্চন। সেই সঙ্গে তিনি এটিও জানান, বিজ্ঞাপনটি যে তামাকজাতীয় দ্রব্যের তা কিংবদন্তি এই তারকা জানতেন না। চুক্তি বাতিলের পাশাপাশি বিজ্ঞাপনের জন্য নেওয়া পারিশ্রমিকও ফিরিয়ে দিয়েছেন তিনি।
অমিতাভ বচ্চন পানমশলা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করার পরও তার বিজ্ঞাপনটি এখনও সম্প্রচার করা হয়। আর এতেই ক্ষুব্ধ অমিতাভ।
জানা গেছে, বিষয়টি জানার পর আইনজীবীদের পরামর্শ নিয়ে ওই সংস্থাকে আইনি নোটিস পাঠিয়েছেন অমিতাভ বচ্চন। যদিও বা পানমশলা সংস্থার পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।