মুক্তি পেল বহুল আলোচিত চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’র অ্যানিমেশন টিজার।
২০ নভেম্বর সন্ধ্যা ৭টায় এই টিজার প্রকাশ করা হয় চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান পান্ডুলিপি কারখানার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। ২০ সেকেন্ডের এই অ্যানিমেশনটি তৈরি করেছেন দীপাঞ্জন লাহা।
ছবিটির নির্মাতা নূরুল আলম আতিক বলেন, ‘মূলত এই টিজারের মাধ্যমে আমরা ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছি। অল্প কিছুদিনের মধ্যেই ছবির ট্রেলার প্রকাশ করবো।’
গত ৭ নভেম্বর ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। ১০ ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।
পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত ছবিটি ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পায়। ২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের গল্পের এই ছবির।
ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, লায়লা হাসান, আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, সদ্য প্রয়াত অনন্ত মুনির, সৈকত, যুবায়ের, অনন্ত, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।