দু’দিন আগেই সারোগেসি পদ্ধতির মাধ্যমে যমজ সন্তানের মা হওয়ার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন প্রীতি জিনতা। এরইমধ্যে প্রীতিকে নিয়ে জানা গেলো আরও একটি নতুন তথ্য। বলিউডের এই অভিনেত্রী শিগগিরই রূপালি পর্দায় কামব্যাক করতে যাচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, পরিচালক দানিশ রেনজুরের নতুন ছবি দিয়েই নাকি বলিউডে কামব্যাক করতে চলেছেন প্রীতি জিনতা। ছবির শুটিং হবে কাশ্মীরে। কাশ্মীরি এক নারীর চরিত্রে দেখা যাবে প্রীতিকে। মেয়ে ও মায়ের সম্পর্ক নিয়েই তৈরি হবে প্রীতির কামব্যাক ছবির গল্প।
তবে প্রীতি ছাড়াও নাম ঠিক না হওয়া এই ছবিতে আর কোন অভিনেতারা থাকবেন তা নিয়ে মুখ খুলতে চাননি ছবির টিম।
বহুদিন ধরে সম্পর্কে থাকার পর ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারিতে মার্কিন নাগরিক জেনে গুডএনাফকে বিয়ে করেন প্রীতি জিনতা। তারপরই দেশ ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দেন তিনি। বিয়ের পর দু’একটা বলিউড ছবিতে দেখা গেলেও, সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।
সবশেষ ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভাইয়াজি সুপারহিট’ ছবিতে দেখা গেছে প্রীতি জিনতাকে।