ফের একবার উদার মনের পরিচয় দিলেন সালমান খান। করোনা যোদ্ধাদের জন্য বিনামূল্যে খাবার বিতরণ ও সহকর্মীদের অর্থ অনুদানের পর এবার করোনা আক্রান্তদের সাহাযার্থে ৫০০ অক্সিজেন কনসেনট্রেটর দিলেন বলিউডের এই সুপারস্টার।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- মুম্বাইয়ের কংগ্রেসের বিধায়ক বাবা সিদ্দিকী ও তার ছেলে জিশান সিদ্দিকীর সঙ্গে জোট বেঁধে ৫০০টি অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা করেছেন সালমান খান। বর্তমান পরিস্থিতির নিরিখে যা অত্যন্ত প্রয়োজনীয় করোনা আক্রান্তদের জন্য।
এখানেই শেষ নয়, এটি তো প্রথম ধাপ। পরের বিভিন্ন ধাপে আরও অক্সিজেন কনসেনট্রেটর আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সালমান খান। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।
ওই পোস্টের নিচে অনুরোধ জানিয়ে সালমান খান লিখেছেন, কাজ হয়ে যাওয়ার পর যেনো অক্সিজেন কনসেনট্রেটরগুলো ফেরত দেওয়া হয় যাতে এরপর অন্যদের কাজে ব্যবহৃত হতে পারে এই যন্ত্র।