ছোটবেলার বন্ধু হৃতিক-সুজানা, একে-অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন ২০০০ সালের ডিসেম্বরে। তবে ২০১৪ সালে ১৪ বছরের দাম্পত্যের ইতি টেনেছেন এই জুটি। কিন্তু তাদের বন্ধুত্বের সম্পর্কটা আজও অটুট।
বিচ্ছেদ হয়ে গেলেও এখনও প্রায় সময় একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায় তাদের। এমনকি ভালো কিছু হলে একে অপরের প্রশংসা করতেও ভোলেন না তারা।
তাইতো সম্প্রতি সাবেক স্ত্রীর পাঠানি লুকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন হৃতিক রোশন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পাঠানি পোশাক পরে একটি ছবি শেয়ার করেছেন সুজানা। যার ক্যাপশনে সুজানা লিখেছেন, ‘শীতল এবং বাতাসময় গ্রীষ্ম-বর্ষা (লকডাউন) চেহারা .. তোমাকে ধন্যবাদ মরিয়াম.. আমার পাঠানি স্যুটটা বেশ পছন্দ হয়েছে। আমার পছন্দের রঙ দিয়ে এটা বানিয়েছে।”
সুজানার সেই ছবির নিচে মন্তব্য করে তার প্রাক্তন স্বামী হৃতিক রোশন লিখেছেন, ‘দারুণ লুক’।