ভারতে ভয়াবহ রূপ নিয়েছে মহামারি করোনাভাইরাস। তাই গত ১ মে থেকে কেন্দ্রীয় সরকারের নির্দেশে ১৮ বছরের ঊর্ধ্বে সকল নাগরিকের টিকাকরণ শুরু হয়েছে।
সাধারণ মানুষ থেকে তারকারা সকলেই টিকা নিচ্ছেন। বলিউড তারকারা তো টিকা নেওয়ার পাশাপাশি সকলকে সচেতনতার বার্তাও দিচ্ছেন। কিন্তু করোনা ভ্যাকসিন নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন অন্তঃসত্ত্বা দিয়া মির্জা। অবশ্য এর কারণও জানিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।
তিনি বলেন, ‘টিকা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই মুহূর্তে করোনার যে দু’টি টিকা দেওয়া হচ্ছে তার প্রভাব হবু মা এবং যে মায়েরা সন্তানকে স্তন্যপান করাচ্ছেন, তাদের ক্ষেত্রে কেমন হবে, তার কোনও তথ্য প্রমাণ নেই। ফলে আমাকে চিকিৎসক বলেছেন, ক্লিনিক্যাল ট্রায়াল না হওয়া পর্যন্ত করোনার টিকা আমার পক্ষে নেওয়া উচিত নয়।’
গত ফেব্রুয়ারিতেই বৈভব রেখির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন দিয়া। বিয়ের ঠিক ৪৫ দিনের মাথায় ঘোষণা করেন মা হতে চলেছেন তিনি। বিয়ের আগেই প্রেগন্যান্ট ছিলেন তিনি, সেকথাও অকপটে স্বীকার করে নিয়েছেন।