করোনামুক্ত হয়ে ১৭ দিন পর বাড়ি ফিরলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আলমগীর। আজ (০৫ মে) নিজ বাড়িতে ফিরেছেন তিনি। গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই তারকা।
গত ১৪ ফেব্রুয়ারি করোনার টিকার প্রথম ডোজ নেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা। এরপর চলতি মাসের ১৭ তারিখ দ্বিতীয় ডোজটি নেন তারা।
টিকা গ্রহণের একদিন পর অর্থাৎ ১৮ এপ্রিল সকালে রিপোর্ট হাতে পেলে জানতে পারেন, আলমগীর করোনা পজিটিভ ও রুনা লায়লা করোনা নেগেটিভ। ওই দিন বিকেলেই ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো আলমগীরকে।
১৯৫০ সালের ৩ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন আলমগীর। তার আদি নিবাস ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। ১৯৭৩ সালে অভিনয়ে এসে প্রায় চার দশকে ২৩০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
পরিচালনা করেছেন বেশকিছু সিনেমাও। তিনি নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাও পেয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।