আনুশকা শর্মা প্রযোজিত ও অভিনীত ‘পরী’ ছবির মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন ওপার বাঙলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ফের একবার হিন্দি সিনেমায় দেখা যাবে তাকে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছ- পরিচালক রামকমল মুখোপাধ্যায় ‘ব্রোকেন ফ্রেম’ নামের একটি শর্টফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন ঋতাভরী চক্রবর্তী। এতে কলকাতার এই সুন্দরীর বিপরীতে দেখা যাবে রোহিত বসুকে।
ইতিমধ্যে শেষ হয়েছে ছবিটির শুটিং। কলকাতায় হয়েছে ছবির কাজ।
‘ব্রোকেন ফ্রেম’ ছবির গল্প এক দম্পতিকে কেন্দ্র করে। তাদের বিবাহ বার্ষিকীর রাত্রে সেলিব্রেশনের মাঝেই খুব অপ্রত্যাশিত কিছু ঘটে যায় তাদের দু’জনের মধ্যে, কিন্তু তারপর কোন দিকে এগিয়ে যায় ঘটনা প্রবাহ? সেই গল্প শোনাবে এই ছবি।