ভালোবেসে ১৯৬৬ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দিলীপ কুমার ও সায়রা বানু। ৫৪ বছর ধরে একসঙ্গে সংসার করছেন এই তারকা দম্পতি।
স্বামীর সঙ্গে কাটানো নানা মুহূর্ত প্রায় সময়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন সায়রা বানু। সেই সঙ্গে স্বামীর শারীরিক অবস্থা সম্পর্কেও ভক্তদের আপডেট জানান তিনি।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি এক সাক্ষাৎকারে সায়রা বানু জানালেন হাসপাতালে ভর্তি রয়েছেন দিলীপ কুমার।
৯৮ বছর বয়সী দিলীপ কুমারের বার্ধক্যজনিত নানা শরীরিক সমস্যা দেখা দিয়েছে। তবে ঠিক কী ধরণের সমস্যা নিয়ে এই ট্রাজেডি কিং হাসপাতালে ভর্তি হয়েছেন তা জানা যায়নি।
সায়রা বানু জানিয়েছেন, ‘তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। হয়তো খুব শিগগিরই হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হবে।’
সারা দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। কিছুদিন আগেই সবার সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। এমন অবস্থায় দিলীপ কুমারের শারীরিক অসুস্থতায় চিন্তিত তাঁর ভক্তরা।