করোনার সেকেন্ড ওয়েভ আছড়ে পড়েছে ভারতে। যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন, সেখানে কম পড়তে শুরু করেছে অক্সিজেন, করোনা চিকিৎসার ওষুধ ও হাসপাতালের বেড। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারকারা।
ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়েছেন সালমান খান, অক্ষয় কুমার, টুইঙ্কেল খান্না, অজয় দেবগণ, সোনু সুদ, সুনিলে শেঠি, ভূমি পেড়নেকরের মতো তারকা। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেতা হর্ষবর্ধন রানে।
অক্সিজেন কনসেনট্রেটরের জন্য নিজের মোটরসাইকেল দিয়ে দেবেন বলে জানিয়েছেন বলিউডের এই অভিনেতা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সেই মোটরসাইকেলের একটি ছবি শেয়ার করে এর ক্যাপশনে তিনি লিখেছেন, “অক্সিজেন কনসেনট্রেটরের বিনিময়ে আমার মোটরসাইকেলটি দিয়ে দেবো। আর সেই অক্সিজেন কনসেনট্রেটরের চলে যাবে অভাবীদের কাছে। হায়দ্রাবাদে আমাকে ভালো কনসেনট্রেটর খুঁজে দিতে দয়া করে সহায়তা করুন।”
‘সানাম তেরি কাসাম’ ও ‘পল্টন’-এর মতো সিনেমায় কাজ করেছেন হর্ষবর্ধন রানে। সবশেষ ‘তাইস’ ছবিতে দেখা গেছে তাকে। কাজ করেছেন ওয়েব সিরিজে।
গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন বলিউডের এই অভিনেতা।