হিন্দি সিনেমা ও সিরিয়ালের পরিচিত একটি মুখ ছিলেন বিক্রমজিৎ কানওয়ারপাল। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার (৩০ এপ্রিল) মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ৫৫ বছর।
অভিনেতা রোহিত বোস রয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিক্রমজিতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লেখেন, ‘এবং আমরা আরও একজনকে হারালাম… সবচেয়ে হাসিখুশি, সভ্য, ইতিবাচক চিন্তাভাবনার সদাহাস্য মানুষটা চলে গেলেন। তোমার আত্মার শান্তি কামনা করি।’
কানওয়ারপালের জন্ম ভারতের হিমাচল প্রদেশে। ২০০২ সালে সেনাবাহিনী থেকে মেজর হিসেবে অবসর গ্রহণ করেন।
২০০৩ সালে, অভিনেতা হওয়ার শৈশব-স্বপ্ন পূরণের জন্য বলিউডে কাজ করা শুরু। তারপর থেকে বহু ধারাবাহিক ও ছবিতে অভিনয় করেছেন। ‘স্পেশ্যাল ওপিএস’, ‘ইল্লিগাল জাস্টিস’, ‘আউট অফ অর্ডার’-এর মতো সিরিজে কাজ করেছিলেন তিনি।
সম্প্রতি অভিনেতা অনিল কাপুরের সাথে ‘২৪’-এ অভিনয় করেছিলেন বিক্রমজিৎ।