দিশা পাতানিকে নিয়ে সিটি মারলেও হৃদয়টা জ্যাকলিন ফার্নান্দেজকে দিলেন সালমান খান! তবে বাস্তবে না ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির একটি আইটেম গানে।
ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ । এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সিটি মার’ শিরোনামের একটি গান। যেখানে সাল্লুর সঙ্গে কোমর দোলাতে দেখা গেছে দিশা পাতানিকে।
আজ (৩০ এপ্রিল) প্রকাশ পেলো ছবিটির আইটেম গান ‘দিল দে দিয়া’ গানটি। যেখানে ভাইজানের সঙ্গে কোমর দুলিয়েছেন জ্যাকলিন ফর্নান্দেজ।
রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রভুদেবা। এতে সালমান ছাড়াও রয়েছেন দিশা পাটানি, রণদীপ হুডা ও জ্যাকি শ্রফ।