ভাই রাকেশ কাটওয়েকে (৩২) টুকরো টুকরো করে কেটে খুনের অভিযোগে কান্নাড়া ছবির জনপ্রিয় অভিনেত্রী শানায়া কাটওয়েকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশি প্রতিবেদনে জানা গেছে, ধারওয়াড় জেলা পুলিশ এই হত্যা মামলা চার সন্দেহভাজনকে গ্রেফতার করে। তারা হলেন- তৌসিফ চন্নপুর, আমান গিরানিওয়াল, আলতাফ মোল্লা এবং নিয়াজাহমেদ কাটিগর। অভিযুক্তদের জেরা করেই এই হত্যা কাণ্ডের সঙ্গে শানায়ার জড়িত থাকার তথ্য-প্রমাণ পুলিশের হাতে এসেছে।
জানা গিয়েছে, এদের মধ্যে নিয়াজাহমেদ কাটিগরের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে শানায়া। আর এই সম্পর্ক নিয়েই আপত্তি জানিয়েছিলেন কান্নাড়া এই অভিনেত্রীর ভাই। এর জেরেই নাকি নিয়াজাহমেদ প্রেমিকার সঙ্গে মিলে রাকেশ কাটওয়েকে হত্যা করে।
প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানা গেছে- রাকেশকে তার বাড়িতেই খুন করা হয়। ঘটনার সময় উপস্থিত ছিলেন শানায়াও। হত্যার পর নিয়াজাহমেদ কাটিগর এবং বাকি তিন অভিযুক্ত রাকেশের মৃতদেহের অংশগুলো পৃথকভাবে বনাঞ্চলে, গাদাগ রোড ও হুবলির অন্যান্য অঞ্চলে ফেলে দেয়।