টলিউডে ফের করোনার থাবা। এবার এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী তথা বরানগরের বিজেপি প্রার্থী পার্ণো মিত্র।
সোমবার (২৬ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে এই কথা নিজেই জানিয়েছেন পার্ণো।
পার্ণো লিখেছেন, “সকলের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই। আমি কোভিড পজিটিভ। যাই হোক, সকলের আরোগ্য কামনার জন্য ধন্যবাদ। আমি অসুস্থ হলেও তাড়াতাড়ি সেরে উঠছি। আমার খুবই খারাপ লাগছে যে, আমি এবার আমার ভোটটি দিতে পারছি না এবং অদূর ভবিষ্যতে আমার নতুন সফর কী হতে চলেছে তারও সাক্ষী থাকতে পারছি না। কিন্তু যাত্রা এখনও শেষ হতে বহু দেরি এবং আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকবো।”
যোগ করে পর্ণো আরও লিখেছেন, “গত সাত দিনে আমার কাছাকাছি যারা এসেছেন প্রত্যেককে কোয়ারেন্টাইনে যাওয়ার এবং করোনা পরীক্ষা করার অনুরোধ করবো। ভালো থাকবেন। সবশেষে বলতে চাই, দয়া করে নিরাপদ থাকবেন, মাস্ক পরবেন। আসুন আমরা সকলে সুস্থ, আনন্দের এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করি।”