করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ওপার বাঙলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। যার ফলে সাত মাসের ছেলেকে কোল ছাড়া করতে হয়েছে শুভশ্রীকে। একই ছাদের নিচে থেকেও চোখের দেখা দেখতে পাচ্ছেন না ইউভানকে। এ কারণে খুব মন খারাপ শুভশ্রীর।
বুধবার (২১ এপ্রিল) ইনস্টাগ্রামে ইউভানের একটা ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছেন, ‘তোমাকে ছেড়ে এতোদিন থাকতে হবে কোনওদিন ভাবিনি।’
পাশাপাশি নিজের শারীরিক অবস্থার আপডেট ভক্তদের জানিয়ে শুভশ্রী লিখেছেন, ‘আগের চেয়ে অনেকখানি সুস্থবোধ করছি।’
করোনা আক্রান্ত শুভশ্রী যেতে পারছেন না ছেলের কাছে। অন্যদিকে, ভোট নিয়ে ব্যস্ত রাজ চক্রবর্তী এখন রয়েছেন ব্যারাকপুরে। তাই আপতত কেয়ারটেকারের কাছেই থাকছে ইউভান।