ভারতে করোনাভাইরাসের রেকর্ড সংক্রমণের হার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটির স্বাস্থ্য পরিকাঠামো। আর এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শাহরুখ কন্যা সুহানা খান।
ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনার জন্য বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন সুহানা খান। সেখান থেকেই বুধবার (২১ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের বিস্তারিত তথ্য শেয়ার করে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করলেন সুহানা।
কোভিড-১৯ সংক্রান্ত গাইডলাইন শেয়ার করার পাশাপাশি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি গ্রাফ শেয়ার করেন সুহানা। যেখানে ভারতের করোনা সংক্রমণ বৃদ্ধির হার তুলে ধরা হয়েছে।
গ্রাফটি শেয়ার করে এর ক্যাপশনে সুহানা খান লিখেছেন, ‘সুরক্ষিত থাকুন’।
শিগগিরই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন সুহানা খান। কেননা বাবার পদচিহ্ন অনুসরণ করে অভিনয়ে ক্যারিয়ার গড়তে চান এই স্টারকিড।