১৯৯৪ সালে ‘মিস ইউনিভার্স’-এর মুকুট মাথায় তোলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। অন্যদিকে ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড’-এর মুকুট জয় করেন নবাগত অভিনেত্রী মানুষী ছিল্লার।
‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগীতার আগে মানুষীর সঙ্গে একটি বিমানে দেখা হয়েছিলো ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেনের। সেই সাক্ষাতের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, সুস্মিতা মানুষীর জন্য হাততালি দিয়েছিলেন এবং তাকে শুভেচ্ছা জানিয়ে কিছু পরামর্শ দিয়ে বলেছিলেন, ‘এখানে তোমার সেরা শট দিও এবং বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দিও।’
সুস্মিতা আরও বলেছিলেন, তাকে (মানুষী ছিল্লার) অবশ্যই ভারতকে গর্বিত করে তুলতে হবে।
এরপর বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মানুষীর হাত ধরে চুমু খেয়েছিলেন এবং তাকে শুভকামনা জানিয়েছিলেন।
শিগগিরিই যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পৃথ্বীরাজ’ ছবির মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন মানুষী। এতে তার বিপরীতে দেখা যাবে অক্ষয় কুমারকে।