করোনা ভ্যাকসিন গ্রহণ করার পরও এখনও পর্যন্ত বহু তারকার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শোনা গেছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে জিতের নামটি।
মঙ্গলবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করে টলিউডের এই সুপারস্টার লিখেছেন, ‘আমার করোনা পজিটিভ এসেছে। বাড়িতে আইসোলেশনে রয়েছি। সেই সঙ্গে চিকিৎসকদের দেওয়া ওষুধ গ্রহণ করছি।’
এছাড়া বিগত কয়েকদিনে তার সংস্পর্শে আসা সকলকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন জিৎ।
উল্লেখ্য, গত ১৬ মার্চ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন জিৎ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন অভিনেতা।