আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ (২০১৯) ছবিতে সবশেষ দেখা গেছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ জুটিকে। দুই বছর এই জুটি ফের একসঙ্গে রূপালি পর্দায় ফিরতে যাচ্ছেন মনিষ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’ দিয়ে। ‘টাইগার’ ছবির তৃতীয় কিস্তি এটি।
আগামী মার্চে মুম্বাইয়ে অবস্থিত যশরাজ ফিল্মস স্টুডিওতে শুরু হবে ‘টাইগার থ্রি’র শুটিং।
চমকপ্রদ তথ্য হলো- সালমান-ক্যাটরিনা অভিনীত ‘টাইগার থ্রি’তে ভিলেন হিসেবে দেখা যাবে বলিউড অভিনেতা ইমরান হাশমিকে। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা।
‘টাইগার থ্রি’র ভিলেন চরিত্রটির জন্য নাকি একদম ফিট ইমরান হাশমি। এ কারণেই তাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
৩৫০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘টাইগার থ্রি’ প্রযোজনা করবে যশরাজ ফিল্মস।