বলিউড ইন্ডাস্ট্রি থেকে যতোটা সম্ভব নিজেকে দূরে রাখার চেষ্টা করেন শহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত। এমনকি তার অভিনয়ে আসার কোনো ইচ্ছে নেই বলেও জানিয়েছেন বহুবার।
কিন্তু গ্ল্যামার আর ফ্যাশনের মামলায় অনায়াসেই যে কোনও নায়িকাকে টক্কর দিতে পারেন শহিদপত্নি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিকিনি পরা একটি ছবি শেয়ার করে আরও একবার সেটি প্রমাণ করলেন তিনি।
গোয়ার সৈকতে স্বামী ও দুই সন্তানের সঙ্গে ছুটি কাটাচ্ছেন মীরা রাজপুত। সেখান থেকে একের পর এক ছবি ও ভিডিও পোস্ট করছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার বিকিনি পরা ছবি দিয়ে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন শাহিদ-ঘরণী।
শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে- সুইমিং পুলের পাশে বিকিনির উপরে পাতলা জ্যাকেট পরে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন মীরা রাজপুত।
কিন্তু জানেন কী মীরার এই বিকিনির দাম ৩০ হাজার রুপি! আর পরনের পাতলা জ্যাকেটটির মূল্য কমপক্ষে ৪০ হাজার রুপি।
২০১৫ সালের জুলাই মাসে মাত্র ২০ বছর বয়সে সাত পাকে বাঁধা পড়েন অভিনেতা শাহিদ কাপুর ও মীরা রাজপুত। বর্তমানে তাদের দুই সন্তান রয়েছে।