বছরের পর বছর চুটিয়ে প্রেম করেননি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। কেননা প্রিয়াঙ্কাকে প্রস্তাব দেওয়ার পর বছর ঘোরার আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা।
২০১৮ সালের ডিসেম্বর ভারতের যোধপুরের উমেইদ ভবনে সম্পন্ন হয় নিক-প্রিয়াঙ্কার বিয়ের সকল আনুষ্ঠানিকতা। হিন্দু ও খ্রিস্টান দুই রীতি মেনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। কিন্তু জানেন কী বিয়ের আগে নিকের পিছনে গুপ্তচর লাগিয়েছিলেন প্রিয়াঙ্কা?
সম্প্রতি নিজের আত্মজীবনী ‘আনফিনিসড’-এর প্রচারে ‘দ্য মর্নিং শো’-তে হাজির হয়ে এই সিক্রেট ফাঁস করেছেন প্রিয়াঙ্কা।
পিসি বলেন, “যারা আমাকে চেনেন তারা জানেন আমি একটু কন্ট্রোল করতে ভালোবাসি। আমার চারপাশের পরিস্থিতি যেন আমার হাতের বাইরে না যায়। আমি আসলে খুব উত্সুক ছিলাম, আমার মিটিং ছিল। ওকে বলাতে নিক বলে, হ্যাঁ, তুমি যাও আমি তোমার মাকে নিয়ে লাঞ্চ ডেটে যাবো। এটা খুব অদ্ভূত লেগেছিলো, কারণ তখন সবে মাত্র কয়েক সপ্তাহ হল আমরা ডেট করছি, আর ও মুম্বাইয়ে এসে একা আমার মায়ের সঙ্গে লাঞ্চে যাবে! তাই আমি আমার সিকিউরিটিকে পাঠিয়েছিলাম লুকিয়ে তাদের লাঞ্চ খাওয়ার ছবি তুলতে। যাতে আমি ওদের বডি ল্যাঙ্গুয়েজটা স্টাডি করতে পারি।”