ঋতু নন্দা ও ঋষি কাপুরের মৃত্যুর ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ফের কাপুর পরিবারে নেমে এলো শোকের ছায়া। না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা রাজ কাপুরের ছোট ছেলে রাজীব কাপুর।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রাজীব কাপুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর।
পরিবারের ঐতিহ্য মেনেই বলিউডে নিজের ক্যারিয়ার গড়েছিলেন রাজীব কাপুর। দর্শক তাকে সবচেয়ে বেশি মনে রেখেছেন কালজয়ী ছবি ‘রাম তেরি গঙ্গা মৈলি’তে অভিনয়ের জন্য।
রাজীব কাপুরের ভাই অভিনেতা রণধীর কাপুর টাইমস অফ ইন্ডিয়াকে জানান, আজ সকালে রাজীব হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত চেম্বর ইনলাকস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসার সুযোগ মেলেনি, তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।