তারকারা কখনও বন্ধু হতে পারে না। হোক সে হলিউড, বলিউড, টলিউড বা ঢালিউড ইন্ডাস্ট্রির তারকা। কিন্তু এই আপ্তবাক্যকেই মিথ্যা প্রমাণ করেছিলেন ওপার বাঙলার জনপ্রিয় দুই অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। তাদের বন্ধুত্ব এতোটাই ঘনিষ্ঠ ছিলো যে, একে অপরকে ‘বোনুয়া’ বলে ডাকেন তারা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নুসরাত-মিমির একটি পোস্ট। যা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তাদের বন্ধুত্ব ভেঙে গেছে বলে মনে করছেন ভক্তরা।
কিন্তু কী পোস্ট করেছেন নুসরাত-মিমি? ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মিম শেয়ার করেন মিমি। যেখানে লেখা ছিলো, “সমস্যাটা হল মানুষ সততার পথে থাকলে, সে সকলের কাছে অপ্রিয় হয়ে ওঠে। আবার মিথ্যাচার করলে সকলের প্রিয় হয়।”
কী কারণে মিমি ইনস্টাগ্রাম স্টোরিতে এ কথা লিখলেন তা স্পষ্ট নয়। তারই মাঝে পাল্টা ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন নুসরাত। যেখানে লেখা ছিলো, “কিছু মানুষ সামান্য স্পটলাইটের জন্য অবলীলায় দীর্ঘ সময়ের বন্ধুকেও ঠকাতে পারে।”
এছাড়াও আরেকটি পোস্ট করেন নুসরাত। তাতে লেখা ছিল, “জীবনে কে তোমার সামনে সততা দেখাল? সেটা গুরুত্বপূর্ণ নয়। কে তোমার অনুপস্থিতিতেও সততা দেখাবে, সেটাই আসল।”