ভক্তদের সঙ্গে একটি সুখবর শেয়ার করলেন লিসা হেডন। তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বলিউডের এই অভিনেত্রী। সব ঠিক থাকলে আগামী জুনে তৃতীয় সন্তানকে স্বাগত জানাবেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে মা হওয়ার সুসংবাদটি দেওয়ার পাশাপাশি লিসা জানান, দুই ছেলে জেক ও লিও’র পর তিনি এবার কন্যা সন্তানের মা হতে যাচ্ছেন।
২০১৭ সালে প্রেমিক ডিনো লালভানির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন লিসা হেডন।