সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবির কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন আলিয়া ভাট। যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো বলিউডের এই অভিনেত্রী। কিন্তু দু’দিন হাসপাতালে থাকার পর সেখান থেকে ফিরেই শুটিংয়ে যোগ দিয়েছিলেন তিনি। সম্প্রতি ছবিটির কাজ শেষ করেছেন এই সুন্দরী।
তবে নতুন ছবির কাজ শুরু করার আগে কিছুদিনের জন্য বিরতি নিলেন আলিয়া ভাট। অবকাশযাপনের জন্য গেলেন মালদ্বীপে। এই সফরে বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে রয়েছেন তার বোন শাহিন ভাট ও ঘনিষ্ঠ বন্ধু আকাঙ্খা রঞ্জন কাপুর।
তারকারা মালদ্বীপ ভ্রমণে যাবেন আর বোল্ড ছবি শেয়ার করবেন না তা তো হতেই পারে না! আলিয়া ভাটও তার ব্যতিক্রম করেননি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি বোল্ড ছবি শেয়ার করেছেন আলিয়া ভাট। যেখানে দেখা যাচ্ছে, রঙিন বিকিনিতে সমুদ্রের জলে বসে উষ্ণতা মাখা পোজ দিয়ে ছবি তুলেছেন তিনি।