বিরাট কোহলি ও কপিল শর্মার পর এবার পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন সাইফ আলি খান। নিজের চতুর্থ সন্তান জন্মের সময় পরিবারের পাশে থাকতে চান বলিউডের এই অভিনেতা। সে কারণেই সকল শুটিং থেকে বিরতি নিচ্ছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে এক ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে সাইফ আলি খান বলেন, “বাড়িতে যখন নতুন অতিথি আসতে চলেছে, তখন কে কাজ করতে চায়। যদি নিজের সন্তানকে বড় হতে নাই দেখি, তাহলে তো বড় ভুলই করলাম।”
প্রথম সন্তান সারা আলি খান যখন জন্মগ্রহণ করেছিলো, তখনও পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন বলে জানিয়েছেন সাইফ। তিনি বলেন, একজন অভিনেতা হিসেবে তিনি তার কাজ ভালোবাসেন। আবার নিজের পরিবারের সঙ্গেও ঘুরতে, সময় কাটাতে, বাচ্চাদের বড় হতে দেখতে ভালোবাসেন। এমন পরিবার থাকার জন্য, তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেন।
তৈমুর আলি খানের পর দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন কারিনা কাপুর খান। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে নতুন অতিথিকে স্বাগত জানাবেন সাইফ-কারিনা দম্পতি।
কারিনা কাপুর খানের আগে অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাইফ আলি খান। সে ঘরে সারা আলি খান ও ইব্রাহিম খান নামে দুটি সন্তান রয়েছে।