জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাংশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এ মিছিল বের করা হয়।
এসময় ডাকসু ভিপি নুরুল হক নুর জাবি শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামের পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। আমরা এই দুর্নীতিবাজ ভিসির পদত্যাগ দাবি করছি। একই সঙ্গে ছাত্র শিক্ষকদের ওপর হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার দাবি করছি। এসময় ভিপি নুর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, আমরা দ্রুত হামলাকারীদের বিচার দাবি করছি নচেৎ ছাত্র সমাজ বসে থাকবে না। এ সময় রাশেদ কোনো কারণ ছাড়াই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের বন্ধের তীব্র নিন্দা জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন, ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী, শামসুন্নাহার হলের ভিপি ইমি, ডাকসুতে ভিপি নির্বাচনে অংশগ্রহণ করা অরণী সেমন্তী খানসহ প্রায় শতাধিক শিক্ষার্থী। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ফটক অতিক্রম করে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ করেন।
এসময় শিক্ষার্থীরা যে হাত শিক্ষক মারে, সে হাত ভেঙে দাও; শিক্ষা সন্ত্রাস এক সাথে চলে না; জাবি তোমার ভয় নেই, আমরা আছি লাখো ভাই, সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেয়।