কিশোর আলোতে নাইমুলের মৃত্যু, ঢাবিতে মানববন্ধন

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর. কম | 2023-08-26 13:46:48

প্রথম আলোর 'কি আনন্দ' শীর্ষক কিশোর আলো অনুষ্ঠানে বিদ্যুতায়ন হয়ে ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ।

রোববার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা।

এ সময় মানববন্ধনে উপস্থিত বক্তারা নাইমুর আবরারের মৃত্যুকে অপমৃত্যু নয় বরং হত্যা উল্লেখ করে বলেন, নাইমুর আবরার হত্যার পর ৩ ঘণ্টা কিভাবে অনুষ্ঠান চালিয়ে যেতে পারে আমাদের জানা নেই। গত ১ তারিখে নাইমুরের হত্যার দায়ভার প্রথম আলো এবং কিশোর আলোকেই নিতে হবে। এটি কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলারই ফল।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে বলেন, আমি ডাকসুর পক্ষ থেকে সচেতন শিক্ষার্থীদের এই দাবীকে সাধুবাদ জানাই। আমাদের আন্দোলন কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে না। আমাদের আন্দোলন অব্যবস্থাপনার প্রতি।

তিনি আরো বলেন, কাছে হাসপাতাল থাকতে সেখানে না নিয়ে কেন আবরারকে মহাখালীতে নেয়া হয়েছে চিকিৎসার জন্য? এটি আমাদের মনে সন্দেহের সৃষ্টি করেছে। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত কমিটি গঠন করে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে বিষয়টি খোলাসা করতে হবে।

এ সম্পর্কিত আরও খবর