রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনুষ্ঠিতব্য একাদশ সমাবর্তনের বক্তা নির্ধারণ করা হয়েছে। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইতিহাসবিদ ও পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রঞ্জন চক্রবর্তী। আগামী ৩০ নভেম্বর সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ সভাপতিত্ব করবেন।
সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘নির্ধারিত দিনে সমাবর্তন আয়োজন করতে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছি। গ্র্যাজুয়েটদের নিবন্ধন ইতিমধ্যে শেষ হয়েছে। সমাবর্তন বক্তা হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসতে সম্মতি জানিয়েছেন।’
উল্লেখ্য, একাদশ সমাবর্তনের জন্য ২০১৫ ও ২০১৬ সালে পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীদের নিবন্ধনের সুযোগ দেওয়া হয়। সমাবর্তনে অংশ নিতে ৩ হাজার ৫৯৭ জন গ্র্যাজুয়েট আবেদন করেছেন। এর আগে বিশ্ববিদ্যালয় দশম সমাবর্তন গত বছরের ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।