তিন দাবিতে জাবি ছাত্রফ্রন্টের মানববন্ধন

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 13:33:27

আবাসিক হলের গেস্টরুম-গণরুম, র‌্যাগিং নির্যাতন বন্ধসহ তিন দফা দাবিতে মানববন্ধন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফ্রন্টের নেতা কর্মীরা।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবৈধভাবে ছাত্রলীগের দখলদারিত্ব ও আধিপত্য বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দুর্নীতিবাজদের সরে যাওয়ার আহ্বান জানান তারা।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি সুস্মিতা মরিয়ম বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে আসন দেওয়ার দায়িত্ব নিয়ে সাধারণ ছাত্রদের ওপর আধিপত্য ও নির্যাতন চালাচ্ছে ছাত্রলীগ। হলে আসনের মালিক ছাত্রলীগ হলে প্রশাসন কেন আছে তা বোধগম্য নয়। হলে হলে র‌্যাগিং চলছে তবু বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার। ছাত্রলীগের পেটোয়া বাহিনীকে ব্যবহার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে দুর্নীতির রাজত্ব কায়েম করার চেষ্টা করছে আমরা তার তীব্র নিন্দা জানাই। দুর্নীতির অভিযোগ ওঠার পরেও প্রশাসনের দায়িত্বশীলরা ক্ষমতা আঁকড়ে থাকেন। সকলের সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে অনিয়ম ও দখলদারিত্ব থেকে বিশ্ববিদ্যালয়কে রক্ষা করতে হবে।’

ছাত্রফ্রন্ট জাবি শাখার সাংগঠনিক সম্পাদক শোভন রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। প্রশাসন নির্দিষ্ট কোনো সংগঠনের লেজুড়বৃত্তি করবে না। এসব অপকর্ম রোধে প্রশাসন থেকে দুর্নীতিবাজদের সরিয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।’

মানববন্ধনে ছাত্র ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

এ সম্পর্কিত আরও খবর