শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি, আটক ৫

বিবিধ, ক্যাম্পাস

শাবিপ্রবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 16:32:42

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় চার সেন্টারের পাঁচজনকে ডিজিটাল জালিয়াতির অভিযোগে আটক করা হয়েছে।
 
শনিবার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটায় নগরীর ৪৬টি সেন্টারে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় ৩২টি সেন্টারে এ ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
ক্যালকুলেটরে সিম ব্যবহার করে জালিয়াতির অভিযোগে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একজন,  শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা থেকে দুইজন, মইনুদ্দিন আদর্শ মহিলা কলেজ থেকে একজন এবং সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে একজনসহ মোট পাঁচকে আটক করেছে সংশ্লিষ্ট কেন্দ্রের ইনচার্জ। এদের সকলের বাড়ি বগুড়া জেলায় বলে জানা যায়।
 
বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
 
তিনি বলেন,  আটক পাঁচ জনকে পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত আরও খবর