ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেছেন, আমার নিজের নামে ফেসবুকে ভুয়া ১৬টি আইডি চালু রয়েছে এবং আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই।’
রোববার (২০ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
এসময় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক শ্যামল বলেন, ‘আমি নেতা নির্বাচিত হওয়ার কয়েকদিন পরই আমার ফেসবুক আইডি হ্যাক হয়। আমি নিজের আইডিতে ঢুকতে পারিনা। আমার নামে ১৬টি এবং আমার সভাপতি খোকনের নামে ২২টি আইডি চালু রয়েছে।
এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা দুজনই তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছি। এসব আইডি থেকে কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার হলে সেই দায় আমাদের না।’
তিনি বলেন, ‘যে জিনিসটি নিয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা চালানো হচ্ছে এটার সাথে আমার ন্যূনতম সম্পর্ক কিংবা সমর্থন নাই।’
এসময় তিনি বলেন, ‘৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনাকে আমি ইকবাল হোসেন শ্যামল এবং আমার সংগঠন বাংলাদেশ ছাত্রদল কখনো সমর্থন করে না। আমিও একজন মানুষ। আমারও নীতি, নৈতিকতা এবং মূল্যবোধ রয়েছে। আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কখনো সমর্থন করিনা। বরং আমরা মানবিক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী।’
শ্যামল বলেন, ‘এরকম একটি ভুয়া তথ্য যিনি ছড়িয়েছেন তিনি হচ্ছেন ছাত্রলীগের পদচ্যুত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তার নামেও ২১টি আইডি চালু রয়েছে। তাহলে তিনি কি এসব আইডি থেকে ছড়ানো ভুয়া তথ্যের দায়ভার নেবেন?’
ডাকসু’র জিএস রাব্বানীর ভর্তি জালিয়াতের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি এরকম মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।