১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন কক্ষে নাটক দেখার সময় ছাদ ধসে ৪০ জন মারা যান। এর মধ্যে ২৫ শিক্ষার্থী ছাড়াও কর্মচারী ও অতিথিরা ছিলেন।
দিনটিকে বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে পালন করা হয়। প্রতিবারের মতো এবারও সেই ভয়াল দিনটি উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের সব হল ও প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
অর্ধনমিত রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পতাকা। উপাচার্যের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে সকাল সাড়ে ৭টায় অপরাজেয় বাংলার সামনে থেকে শোক মিছিল নিয়ে জগন্নাথ হলের স্মৃতিসৌধে যান, সেখানে তারা ফুল দিয়ে ও নীরবতা পালনের মাধ্যমে নিহতদের স্মরণ করেন।
সকাল ৮টায় জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবনের টেলিভিশন কক্ষে আলোচনা সভা শুরু হয়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রার্থনা সভার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও হলের মসজিদগুলোতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দিনব্যাপী জগন্নাথ হলে নিহতদের তৈলচিত্র ও বিভিন্ন স্মৃতিচিহ্ন প্রদর্শিত হচ্ছে। সকালে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় জগন্নাথ হল উপাসনালয়ে ভক্তিমূলক গান, শোকসংগীত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হবে।