বুয়েটে সন্দেহভাজন আটক সেই যুবক মানসিক ভারসাম্যহীন

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 21:19:58

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসে সন্দেহভাজনভাবে ঘোরাফেরার কারণে পুলিশের কাছে আটক এনামুল মোর্শেদ রুপম মানসিকভাবে ভারসাম্যহীন।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বুয়েটের শিক্ষার্থী দাবি করা রূপমের পরিচয় জানতে পেরেছে চক বাজার থানা পুলিশ। রূপমের বাবা-মা চক বাজার থানায় এসেছেন। রূপমের বাবা-মা পুলিশকে জানিয়েছেন, রূপম বুয়েটের সাবেক শিক্ষার্থী। রূপম বর্তমানে মানসিকভাবে ভারসাম্যহীন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সন্দেহভাজনভাবে ঘোরাফেরার কারণে বুয়েটের একাডেমির ভবনের নিচ থেকে তাকে আটক করা হয়।

তখন ক্যাম্পাসে সন্দেহভাজনভাবে ঘোরাফেরার কারণে তার পরিচায় জানতে চাওয়া হয়। রুপম বুয়েটের শিক্ষার্থী বলে পরিচয় দিলেও কোন ডিপার্টমেন্ট এবং কোন ব্যাচের সেটা ঠিক মতো বলতে পারেননি। একইসঙ্গে ভিন্ন ভিন্ন তথ্য দেন তিনি। বুয়েটের রানিং কোনো শিক্ষার্থীও তাকে চেনেন না। ভিন্ন তথ্য ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার কারণে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে চকবাজার জোনের এসি সিরাজ ঘটনাস্থল থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান।

আরও পড়ুন:  বুয়েট ক্যাম্পাসে সন্দেহভাজন ঘোরাফেরা, আটক ১

এ সম্পর্কিত আরও খবর