কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ফরিদপুর জেলার গবাদি পশুর খামারিরা।জেলায় ছোট বড় মিলে ৫ হাজারের বেশি খামার রয়েছে। সম্পূর্ণ দেশীয় খাবারের ওপর নির্ভর করে পশুগুলোকে লালন-পালন করে কোরবানির উপযুক্ত করে গড়ে তুলছেন খামারিরা। বিশাল আকৃতির গরু এখন ফরিদপুরের খামারগুলোতে, উন্নত জাতের অল্প বয়সী গরু কিনে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে।