সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বাগেরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুন্দরবনের ঘাগরামারী এলাকা থেকে ৩০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ। এ সময় চোরা শিকারীদের প্রতিহত করতে ফাঁকা গুলি চালায় বনববিভাগ। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।   

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে বনের ঘাগরামারী এলাকায় অভিযান চালায় বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় ওই এলাকা থেকে ৮/১০জনের চোরা শিকারীকে ঘিরে ফেলেন তারা। পরে হরিণের মাংস ফেলে বনের গহীনে পালিয়ে যায় চোরা শিকারী দল।

বিজ্ঞাপন

এদিকে ঘটনাস্থল থেকে চোরা শিকারীদের ফেলে যাওয়া ৩০ কেজি মাংস জব্দ করে ফেরার সময় পিছন থেকে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায় ওই চোরা শিকারী দল। তখন ওই চোরা শিকারীদের প্রতিহত করতে এক রাউন্ড ফাঁকা গুলিও ছুড়েন বনবিভাগ। পরে চোরা শিকারীরা আবারো বনের অভ্যন্তরে পালিয়ে যান।  

বন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, ৮/১০জনের এ চোরা শিকারী দলের মধ্যে ৩ জনকে সনাক্ত করা গেছে। তারা হলেন- শহীদুল ইসলাম, রাকিব হাওলাদার ও শফিক হাওলাদার। তাদের বাড়ী বন সংলগ্ন ঢাংমারীর এলাকার বিভিন্ন গ্রামে। এ ঘটনায় এই চোরা হরিণ শিকারীদের বিরুদ্ধে বন আইনে খুলনা আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন