ময়মনসিংহের গৌরীপুরে এক বাড়িতেই ১১ জন বাকপ্রতিবন্ধীর সন্ধান মিলেছে। ওই বাড়িটির অবস্থান উপজেলার সহনাটি ইউনিয়নের পলটিপাড়া গ্রামে। বাকপ্রতিবন্ধীদের কারণে গ্রামের ওই বাড়িটি স্থানীয়দের কাছে বোবাবাড়ি নামে পরিচিত।