ভাবতে পারেন আপনি যেখান দিয়ে হেঁটে যাচ্ছেন, সেই জায়গাটির বিশ্বের অচিন্ত্যনীয় ভৌগলিক গুরুত্ব রয়েছে। আর এই ভৌগলিক গুরুত্বপূর্ণ স্থানটি বাংলাদেশেই অবস্থিত। গুরুত্বপূর্ণ এ স্থানটি হলো কর্কটক্রান্তি (tropic of Cancer) ও ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার (Longitude) ছেদবিন্দু। এই ছেদবিন্দুটি পড়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। আর এখানেই নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর নামে মানমন্দির নির্মাণের স্বপ্ন।