বাড়িতে আজ অন্য যেকোনো দিনের তুলনায় লোকজনের আনাগোনা বেশি। রিফাতকে ছাড়া শূন্যতা বিরাজ করছে বাড়িতে। টিনের চালার ঘরটির বারান্দা পার হলেই শূন্য বিছানার সামনে ছেলেহারা মায়ের আর্তনাদ। সবার চোখেমুখে শুধু একটিই কথা, অকালে চলে গেল রিফাত।