বখাটের ছুরিকাঘাতে তানজিনার মৃত্যুতে যেন একেবারেই নীরব হয়ে পড়েছে তার পরিবারটি। অকালে বুকের ধন হারিয়ে দিশেহারা তার বাবা-মা। আজ পুরো পরিবারটি যেন ডুবে আছে শোকের সাগরে। কান্না যেন কিছুতেই থামছে না।