গত কয়েকদিনের মুষলধারে বৃষ্টিতে ধরলা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়েছে।
পানির চাপে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ওয়াপদা বাজার থেকে শীবের কুটি চরের এক মাত্র পাকা রাস্তার মুহুর্তে ভেঙে যায়।
বিচ্ছিন্ন হয়ে পড়ে চার গ্রামের ১০হাজার পরিবারের যোগাযোগ ব্যবস্থা।