বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার সকাল থেকে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। আজ মহাষষ্ঠী। বেলতলায় বোধন পূজার মধ্য দিয়ে দেবীদুর্গার আবাহন ঘটেছে। পূজার পরে মন্দিরে মন্দিরে চন্ডী পাঠ করেন পুরোহিতরা। শেরপুরে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ৪ অক্টবর সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি গোপাল জিউর মন্দির থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।