আধুনিকতার ছোঁয়া আর বেসরকারি মোবাইল ব্যাংকিংয়ের ভিড়ে দিনে দিনে গ্রাহক হারাচ্ছে পোস্ট অফিস । বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানে টাকা লেনদেনসহ অন্যান্য সেবার চেয়ে এখনও ডাক বিভাগ নিরাপদে লেনদেনে কম চার্জ, বেশি লাভ দিচ্ছে গ্রাহককে।