ঢাকা উত্তর সিটি করপোরেশন আগারগাওঁয়ে নির্মিত হচ্ছে দেশের প্রথম বাইসাইকেল লেন। লেনটি আগারগাওঁয়ের ইসলামিক ফাউন্ডেশনের উত্তরপ্রান্ত থেকে এলজিইডি সড়ক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পর্যন্ত। সাইকেল চালকদের জন্য মূল সড়কের দুই পাশে ছয় ফুট করে জায়গা এই লেন তৈরি হচ্ছে। নয় কিলোমিটার দীর্ঘ এই লেনের উদ্বোধনের কথা হয়েছে ২০২০ সালের মার্চ মাসে।