দ্বীপান্বিতা রিদির বিড়াল বাড়ি গল্পের শুরু ১৯৯৮ সালে। রিদি যখন ৫ম শ্রেণির ছাত্রী ছিলেন তখন ১টি বিড়াল ও ১টি কুকুর পোষা শুরু করেন। স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে স্নাতক ও শান্তা মারিয়াম থেকে ফ্যাশন ডিজাইনে স্নাতকোত্তর করেছেন রিদি। পাশাপাশি গড়ে তুলেছেন এ এল বি অ্যানিম্যাল শেল্টার। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার মামুদপুর গ্রামে নিজ বাড়িতেই শেল্টারটি চালান রিদি।