জনগণের নিরাপত্তা নিশ্চিতে রাতে থানায় থানায় এসপির ‘মহড়া’
চট্টগ্রাম জেলা পুলিশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত রাত্রিকালীন নিরাপত্তা মহড়া পরিচালিত হচ্ছে।
জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু ৫ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছেন। তার উদ্যোগে থানাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনায় ও মহাসড়কে নিয়মিত এই নিরাপত্তা মহড়া পরিচালিত হচ্ছে।
শনিবার (১১ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।
এতে বলা হয়, এসপি নিজেই বিভিন্ন থানা এলাকায় পরিদর্শনে যান এবং ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রাত্রিকালীন ডিউটি তদারকি করেন। এ সময় তিনি থানার সার্কেল অফিসার, গোয়েন্দা শাখার ইনচার্জ ও অফিসার ইনচার্জদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেন।
এসপি সাইফুল ইসলাম দায়িত্বে থাকা অফিসারদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো পরিদর্শনকালে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পুলিশ-জনগণ সম্পর্ক উন্নয়নে তিনি জনগণের প্রত্যাশার কথা শোনেন এবং সর্বদা জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এই নিরাপত্তা মহড়া ও পরিদর্শনে জেলার সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অংশ নেন। স্থানীয় জনগণ পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।