ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন পশু কোরবানির জন্য ৬৪৫টি স্থান নির্ধারণ করেছেন। এসব স্থানে পশু কোরবানির জন্য যাবতীয় সুযোগ-সুবিধা থাকবে বলে জানানো হয়েছে। তবে পশু জবাই করার পর তৈরি হওয়া বর্জ্য অপসারণে মেয়রদের উপর ভরসা করতে পারছেন না সাধারণ মানুষ।