পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যস্ততা বেড়েছে কারওয়ান বাজারের কামারপাড়ায়। কামারের দোকানে দা, বটি, চাপাতি, ছুরিসহ মাংস কাটার অন্যান্য যন্ত্র বানানো হচ্ছে। টুং টাং শব্দ আর ক্রেতাদের ভিড়ে মুখরিত কারওয়ান বাজারের কামারপাড়া। কেউ আসছেন নিজের পুরাতনগুলোতে শান দিতে, কেউবা নতুন করে তৈরি করতে।